Sunday , 20 May 2018

বিশ্বকাপে মুসলিমদের জন্য যে সুন্দর উদ্যোগ নিলো রাশিয়া

আগামী ১৪ই জুন থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টিং প্রোগ্রাম ফুটবল বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে মুসলিমদের জন্য বেশ কিছু সুন্দর উদ্যোগ নিলো ফিফা এবং রাশিয়া।এবার ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছে ৭টি মুসলিম দেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচে রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব। কাকতালীয়ভাবে দিনটি হবে মুসলিমদের সবচেয়ে পবত্রি মাস রমজানের শেষ দিন কিংবা মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতরের দিন।রাশিয়া বিশ্বকাপে অংশ নেয়া মুসলিম দেশ মিশর তাদের টিম বেজ ক্যাম্পের জন্য বেছে নিয়েছে চেচনিয়াকে। যে এলাকাটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এছাড়া ২০ জুন ইরান স্পেনের মুখোমুখি হবে কাজানে। তাতারস্থানের সবচেয়ে মুসলিম প্রধান এলাকা হচ্ছে কাজান। যে শহরে ৫০টিরও বেশি মসজিদ রয়েছে।আর প্রত্যেকটি মুসলিম দেশের জন ্য এইরকম আলাদা ট্রাভেল গাইড নিয়োগ দিবে ফিফা। যাতে মুসলিম পর্যটক, ভক্ত-সমর্থকদের রাশিয়ায় থাকা মসজিদ, হালাল রেস্টুরেন্ট কিংবা নামাজের জায়গা এমনকি নামাজের সঠিক সময়ও যেন খুঁজে পেতে সুবিধা হয়। একই সঙ্গে পবিত্র রমজানের সব সময়সূচিও দেয়া থাকবে সেই ট্রাভেল গাইডে।