Sunday , 20 May 2018

সোনম অত্যন্ত লোভী মেয়ে!

সোনম অত্যন্ত লোভী মেয়ে! বলিউডে বিয়ে হবে আর বিতর্ক উঠবে তা কি হয় নাকি? শেষ পর্যন্ত নিন্দুকদের নজর থেকে বাদ পড়লেন না সোনম কাপুরও। সোনমের বিয়ে বয়কট করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন নেটিজেনরা।বহুদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন সোনম কাপুর। বিয়ে হতে সোশ্যাল মিডিয়ায় নিজের নাম সোনম কাপুর থেকে সোনম কাপুর আহুজাও হয়ে গিয়েছেন তিনি। কিন্তু এত কিছুর মধ্যেও বিতর্ক পিছু ছাড়েনি সোনমের।আট্রেন্ডি প্যাস্টেল শেড নয়, বিয়েতে সোনমের মতোই ট্রাডিশনাল লালে ভরসা রেখেছেন এরাও ট্যুইটার, ইনস্টাগ্রামে নেটিজেনরা রীতিমতো এক ঘরে করতে চেয়েছেন সোনমকে। নেটিজেনদের কথায়, সোনম একজন দেশদ্রোহী, অত্যন্ত বাজে মেয়ে, অত্যন্ত লোভী মেয়ে, আনন্দ আহুজার প্রতি প্রেম নয়, বরং টাকার পিছনেই ছুটেছেন সোনম কাপুর!