Sunday , 20 May 2018

ফারুকীর জন্মদিনে কী দিলেন তিশা?

চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আজ ৪৫ তম জন্মদিন। তিনি ১৯৭৩ সালের আজকের এই দিনে রাজধানীর নাখালপাড়াতে জন্ম গ্রহণ করেন। আর তাই এই বিশেষ দিনে ভক্তদের চোখে মুখে একটিই প্রশ্ন- জন্মদিনে প্রিয়তমা তিশার কাছ থেকে কী পেলো ফারুকী।উপহার হিসেবে কী পেলো সেটা জানা যায়নি। তবে তিশা জন্মদিনে ফারুকীকে শুভেচ্ছা জানাতে মোটই ভুলে যাননি। শুভেচ্ছা বার্তায় নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘অনেক কিছু লিখতে ইচ্ছা করছে। কিন্তু গুছিয়ে লিখতে পারছি না। এইটুকু বলতে চাই, যেমন আছো, তেমন থেকো সবসময়।’‘আই লাভ ইউ, উই লাভ ইউ। আই অ্যাম প্রাউড এন্ড ফিল কমপ্লিট টু হ্যাভ ইউ ইন মাই লাইফ।আল্লাহ তোমার সব স্বপ্ন পূরণ করুক। হ্যাপি বার্থ ডে, মোস্তফা সরয়ার ফারুকী।’

ফারুকী ক্যারিয়ার শুরু করেন খণ্ড নাটক ‘ওয়েটিং রুম’ দিয়ে। এটি ১৯৯৯ সালে একুশে টেলিভিশনে প্রচারিত হয়। এরপর একে একে নির্মাণ করেন ‘৫১বর্তী’, ‘৪২০’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক।তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ব্যাচেলর’ ২০০৩ সালে মুক্তি পায়। চলচ্চিত্রটি মূলত টেলিফিল্ম ‘চড়ুইভাতি’র সিক্যুয়াল। নানা কারণে ছবিটি বেশ আলোচিত ও সমালোচিত হয়। বিশেষ করে, এটি নাটক না চলচ্চিত্র–এ বিষয়ে বিতর্ক তৈরি করে। একই ধারাবাহিকতায় দ্বিতীয় ছবি ‘মেড ইন বাংলাদেশ’ আলোচিত-সমালোচিত হয়।

অবশ্য তৃতীয় ছবি ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ দিয়ে নিজের বিশেষত্ব দেখিয়ে দেন। এ ছবি থেকে পরের সব ছবিই আন্তর্জাতিকক্ষেত্রে প্রশংসা অর্জন করে ও পুরস্কারে ভূষিত হয়। মোস্তফা সরয়ার ফারুকী প্রথম ও দ্বিতীয় ছবিকে শিক্ষামূলক প্রচেষ্টা হিসেবে গণ্য করেন