Sunday , 20 May 2018

বিয়ের রাত পার হতে না হতেই উড়াল নাবিলার

এখনো মেহেদির কাঁচা রং-ই শুকায়নি। জোবাইদুল হকের সঙ্গে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার বিয়ে হয় ২৬ এপ্রিল রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ।বিয়ের রাত পার হতে না হতেই তারা যাচ্ছেন ম্যানচেস্টারে। যাত্রা পথে বিমানে স্বামীর সাথে সেলফি বন্দি হয়েছেন নাবিলা । পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপ করেছেন সদ্য বিয়ের পিড়িঁতে বসা নাবিলা।অনেকে অনুমান করেছিলেন, এটা হয়তো তাদের হানিমুন। কিন্তু সেই ধারণা বদলে দিয়েছেন নাবিলা নিজেই। বলেছেন, মূলত তার স্বামীর অফিসিয়াল কাজের জন্যই যেতে হচ্ছে ম্যানচেস্টারে। সেখান থেকে ২ মে দেশে ফিরবেন এই জুটি।গত ২৩ এপ্রিল সোমবার গায়ে গলুদ হয়েছে নাবিলা ও জোবাইদুলের। তারা একে অপরকে কৈশোর থেকেই চিনতেন। এক স্কুলে পড়তেন। বাবার চাকরির সুবাদে নাবিলাকে দীর্ঘ ১৫ বছর থাকতে হয়েছে সৌদি আরবে। সেখানে জেদ্দায় পরিচয় হয় নাবিলা জোবাইদুলের।পরবর্তী সময়ে ঢাকায় এসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন নাবিলা।জোবাইদুল হককে বিয়ের প্রস্তাব দিয়েছেন নাবিলাই। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে তাদের। গায়ে হলুদ ও বিয়ে, উভয় অনুষ্ঠানেই ছিল তারকাদের সমাগম।বিনোদন জগতে খুবই পরিচিত মুখ নাবিলা। ২০১৬ সালে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি।