Tuesday , 22 May 2018

রণবীরের দাদাকে নকল করে ফের আলোচনায় মাহিরা

জি নিউজ জানায়, ওই ভিডিওতে একা নয় এক বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে মাহিরা খানকে।
figure>


তাদেরকে রাজ কাপুরের আইকনিক ভঙ্গিতে একটি জনপ্রিয় গানের সঙ্গে তাল মেলাতে দেখা যায়। আর ওই ভিডিও প্রকাশ্যে আসার পর পরই ভাইরাল হয়ে যায়।
figure>


এদিকে ২০১৮ সাল শুরু হওয়ার আগেই নাকি রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় মাহিরা খানের। যা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়।
figure>


তবে ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিং শুরু হওয়ার পর আলিয়া ভাট, আয়ান মুখোপাধ্যায় দেশে ফিরে এলেও রণবীর ফেরেননি। শুটিং শেষ করে রণবীর নাকি সোজা লন্ডন চলে যান।
figure>


ওই সময় মাহিরাও লন্ডনে ছিলেন। সেই কারণে রণবীরও লন্ডনে চলে যান বলে বি টাউনে গুঞ্জন শোনা যায়।

figure>